শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সম্পূর্ণ খবর

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Rahul Majumder | Editor: Syamasri Saha ২৪ নভেম্বর ২০২৪ ১৩ : ৪৪Rahul Majumder
সংবাদ সংস্থা মুম্বই: সম্প্রতি, গোয়ায় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) এ অভিনেতা ভূমি পেডনেকার এবং বাণী ত্রিপাঠির সাথে একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলেন জনপ্রিয় পরিচালক ইমতিয়াজ আলি। সভা চলাকালীন, শুটিং সেটে অভিনেত্রীদের জন্য সম্মানজনক পরিবেশ তৈরির গুরুত্ব সম্পর্কে কথা বললেন ইমতিয়াজ। পাশাপাশি বলিউডের কাস্টিং কাউচ নিয়েও কথা বলেন তিনি। ঠারেঠোরে বুঝিয়েছিলেন বলিপাড়ার কাস্টিং কাউচের অস্তিত্ব তিনি সরাসরি কখনও দেখেননি! ইমতিয়াজের এহেন বক্তব্যের পরেই বলি-প্রযোজক বিনীতা নন্দা কড়া ভাষায় সমাজমাধ্যমে নিন্দা করেন ‘রকস্টার’ ছবির পরিচালকের। নিমেষে ভাইরাল হয় তা। তারপরেই নিজের বক্তব্যের সাফাই দিতে মন্তব্য করলেন ইমতিয়াজ।
বলিপাড়ায় কাস্টিং কাউচ প্রসঙ্গে ইমতিয়াজ বলেন, “বলিউডে আপোষ করলে সাফল্যের রাস্তা খুলে যায়, এই ব্যাপারটি পুরোটাই একটি মিথ। প্রায় ২০ বছর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি পরিচালক হিসাবে, কাস্টিং কাউচ নিয়ে অনেক কথাই শুনেছি। সাফ সাফ বলে দিতে চাই, কেউ যদি মনে করেন কাস্টিং কাউচের প্রস্তাবে কেউ সাড়া দিলে অভিনেত্রী হিসাবে তাঁর সুযোগ বাড়বে, এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। একজন নারী ‘কম্প্রোমাইজ’ করলেই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে যাবেন, এ ভাবনাটাই ফালতু।” শুধু তাই নয়, ইমতিয়াজ আরও বলেন, “সম্মান বিষয়টি খুব বড়। যদি কোনও নারী এসব প্রস্তাব সরাসরি ফিরিয়ে দেন, তবেই তাঁকে অন্যরা সম্মান করবে। আমি নিজেই তো বেশ ছবিতে কাস্ট করার আগে বেশ কয়েকবার ভেবেছি অমুককে কিংবা তমুককে কতটা সম্মান করতে পারব আমি, নেওয়া উচিত হবে কি না। কারণ যে শিল্পীকে কাস্ট করব নিজের ছবিতে, তাঁকে সবার আগে সম্মানীয় হতে হবে আমার কাছে।”
ইমতিয়াজের এহেন বক্তব্যের জবাব দিয়েছেন বলিপাড়ার প্রযোজক বিনীতা নন্দা। সম্প্রতি, বিনতা ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন, “বিনোদনের দুনিয়ায় মহিলা-শিল্পীরা ঠিক কী কী অভিজ্ঞতার সম্মুখীন হন, সেই সম্পর্কে শেষ কথা বলবেন তিনি, এহেন ভাবনা বন্ধ করুক ইমতিয়াজ আলি। ইমতিয়াজ জানেন বলিউডে কাস্টিং কাউচ হয়। IFFI-তে মহিলাদের পক্ষে কথা বলতে আপনাকে কে নির্বাচন করেছে? এটা কি সত্যিটাকে ধামাচাপা দেওয়ার জন্য ঠিক করা হয়েছে? এমন কোনও মানুষের এই কথা বলা উচিত নয়, যার এই বিষয়ে কোনও অভিজ্ঞতা নেই! একটি গুরুত্বপূর্ণ শিল্প-প্ল্যাটফর্মে ইমতিয়াজের মতো মানুষ যখন এমন মন্তব্য করে মহিলাদের নিরাপত্তা এবং সম্মান নিয়ে তখন তো সবার ধারণা হবে যে সবকিছু ঠিক হয়ে গিয়েছে। এমন কেউ আছে যাঁরা বিশ্বাস করেন বিনোদন দুনিয়ায় কাস্টিং কাউচ নেই, তাঁরা দোয়া করে হাত তুলুন!
”
এরপরেই প্রায় ক্ষমা চাওয়ার ভঙ্গিতে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন ইমতিয়াজ। যাঁর মূল কথা হল, তাঁর বক্তব্যকে ভুল বোঝা হয়েছে। ‘লভ আজ কাল’ পরিচালকের দাবি, তিনি একবারও বলেননি যে বলিপাড়ায় কাস্টিং কাউচ নিয়ে বহু অভিযোগ আছে তা মিথ্যে অথবা ভুয়ো। “এইসব অভিযোগ অত্যন্ত যন্ত্রণার এবং তা খতিয়ে দেখা উচিত অত্যন্ত গুরুত্বের সঙ্গে। আমি বলতে চেয়েছিলাম যে হাতে গোনা যে কয়েকজন পুরুষ ইন্ডাস্ট্রিতে এইসব কাণ্ড করে থাকেন তার জন্য যখন দোষারোপ করা হয় ইন্ডাস্ট্রির সঙ্গে জুড়ে থাকা বহু রুচিসম্মত ও ভদ্র পুরুষ-শিল্পীদের, সেটা খুব দুঃখের। ইন্ডাস্ট্রিতে অবশ্যই খারাপ জিনিস ঘটে এবং সবার উচিত তার বিরোধিতা করা। ইন্ডাস্ট্রিতে লিঙ্গ নির্বিশেষে সম্মান রক্ষার দায়িত্ব আমাদের সবার।”
নানান খবর
নানান খবর

শাহরুখ-সুহানার রাজপাটে বাজিমাৎ করতে আসছেন আরশাদ! ‘কিং’-এর গোপন অস্ত্রটা কি আসলে তিনি-ই?

রাখি গুলজারের পোশাক ছিঁড়তে গিয়েছিলেন রঞ্জিত! জানতে পেরেই কোন কড়া ব্যবস্থা নিয়েছিল তাঁর পরিবার?

Exclusive: ৬০ পেরিয়ে সাতপাকে দিলীপ! ‘দাম্পত্য কীভাবে সামলাবেন ভাবলেই মজা লাগছে’ শুভেচ্ছা জানালেন দীপঙ্কর-দোলন

'কেশরী ২'-তে অক্ষয়ের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ টুইঙ্কেল, গর্বে উচ্ছ্বসিত হয়ে কী বললেন 'খিলাড়ি' পত্নী?

‘তারকা’ হলে কী হবে, পারিশ্রমিক না কমালে কাজ পাবেন না! কোন তারকাদের সতর্কবার্তা সুজিতের?

প্রেমিক সুমিতের সঙ্গে বাগদান সারলেন ঋতাভরী, কবে বসছেন বিয়ের পিঁড়িতে?

Exclusive: 'মঞ্চ অনুষ্ঠানই ব্রেড অ্যান্ড বাটার....,' প্লে-ব্যাকের পরও কেন এমন বললেন মানসী ঘোষ?

স্কটল্যান্ডে কীসের ছক কষছেন বরুণ? ফাঁস হল ‘হ্যায় জওয়ানি তো ইশ্ক হোনা হ্যায়’র গোপন প্ল্যান!

একই ছবিতে হাসাবেনও, কাঁদাবেনও আমির— বক্স অফিসে ঝড় তুলতে কবে আসছে ‘সিতারে জমিন পর’?

‘নো এন্ট্রি ২’তে নতুন ‘এন্ট্রি’ তামান্নার! কবে থেকে শুরু শুটিং, মুক্তি-ই বা কবে পাবে?

‘লোক দেখাই না, কাজ করি’— অভিজিতের তোপের জবাবে মুখ খুলে আর কী বললেন রহমান?

গল্প জমজমাট, চরিত্র হাই-প্রোফাইল, তবু কেন উজ্জ্বল নিকমের বায়োপিক ছেড়ে দিলেন আমির খান?

সলমনের গাড়িতে বিস্ফোরণের হুমকির নেপথ্যে যুবক ধৃত! ‘লরেন্স বিষ্ণোই-স্টাইল’-এ খ্যাতি পাওয়ার চেষ্টা কেন করেছিল সে?

নববর্ষেই ছেলের ছবি প্রকাশ্যে আনলেন রূপসা ও সায়নদীপ! ছোট্ট অগ্নিদেব-কে দেখে কী বলছে নেটপাড়া?

Exclusive: রাপ্পার ছবির পোস্টারে নেই স্রষ্টার নাম, প্রতিবাদে উত্তাল নেটপাড়া! ক্ষুব্ধ সুযোগ বন্দ্যোপাধ্যায়, বিস্ফোরক রাহুল